Top
সর্বশেষ

নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

১০ মার্চ, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নওগাঁ প্রতিসিধি :

“মুজিবর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নওগাঁর সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা
নিলয় রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা সফিউল ইসলাম প্রমুখসহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে অগ্নি মহড়া ও বিভিন্ন দুর্যোগকে কিভাবে মোকাবেলা করতে হবে তার বিভিন্ন কৌশল প্রদর্শন করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শেয়ার