Top
সর্বশেষ

জয়পুরহাটে নানা উন্নয়নমূলক কাজের উদ্বোধনে এমপি দুদু

১০ মার্চ, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
জয়পুরহাটে নানা উন্নয়নমূলক কাজের উদ্বোধনে এমপি দুদু
জয়পুরহাট  প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার  (১০ মার্চ)  সকাল থেকে দুপুর পযন্ত এসব কাজের উদ্বোধন করেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এড. সামছুল আলম দুদু।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম সারওয়ার হোসেন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নূরজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডলসহ অন্যরা।

এসবের মধ্যে ৩টি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নিমাণকাজ শেষ হওয়া  ও ১টি রাস্তার কাজের উদ্বোধন করা হয়। ভবনগুলো নিমাণের ফলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরো বৃদ্ধি পাবে সেই সাথে শিক্ষার মান আরো উন্নত হবে। অন্যদিকে রাস্তা নিমানের ফলে মানুষের যোগাযোগ ব্যবস্থার আরো উন্নত হবে বলে আসা করছেন সংশ্লিষ্টরা।

 

শেয়ার