Top
সর্বশেষ

খানসামায় ড্রাম ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা ও ট্রাক্টর চলাচলে বিধিনিষেধ

১০ মার্চ, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
খানসামায় ড্রাম ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা ও ট্রাক্টর চলাচলে বিধিনিষেধ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের খানসামা উপজেলায় সড়ক ভাঙ্গন রোধে ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দশ চাকার ড্রাম ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা ও ট্রাক্টর চলাচলে বিধিনিষেধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদে সভাকক্ষে মাসিক সমন্বয় সভা শেষে আইনশৃঙ্খলা সভায় সড়ক ভাঙ্গন ও দূর্ঘটনা রোধে দশ চাকার ড্রাম ট্রাক চলাচল বন্ধ এবং সকাল ৮টা হতে সাড়ে ১০টা পর্যন্ত এবং বিকেল সাড়ে ৩টা হতে সাড়ে ৪টা পর্যন্ত ট্রাক্টর চলাচলের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, ওসি (তদন্ত) মোমিনুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, ৬ ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক।

 

শেয়ার