বান্দরবান কারাগারে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী দিলদার আলী প্রামাণিক (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। নিহত দিলদার আলী প্রামাণিক (৪৮), নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুঝিড়ি এলাকার মৃত নাছের প্রামাণিকের ছেলে। তিনি মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
বুধবার রাতে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১০ মার্চ বৃহস্পতিবার সকালে বান্দরবান কারাগারের কর্মকর্তা ডেপুটি স্বপন কুমার বোস এই তথ্যাটি নিশ্চিত করেন।
জেলার ডেপুটি সুত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামী দিলদার আলী প্রামাণিক (৪৮) অনেক আগে থেকেই হাঁপানি রোগ ছিলো । গতকাল রাতে তার অসুস্থতা বোধ দেখা দিলে জেলা কারাগার থেকে তাকে সদর হাসপাতালে চিকিৎসা জন্য প্রেরণ করা হলে জরুরি বিভাগে নিয়ে যাওয়ার সময় অর্ধেক মধ্যে তার মৃত্যু হয়।
বান্দরবান সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আসার পথেই মধ্য তার মৃত্যু হয়েছে। বর্তমানে মৃত হাজতির লাশ মর্গে রাখা হয়েছে। ময়দাতদন্ত শেষে পরিবার কাছে হস্তান্তর করা হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি জানান, দিলদার আলী প্রামাণিক মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। উনি দীর্ঘদিন এজমা রোগে আক্রান্ত ছিলেন এবং কারণেই তার মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, মৃত দিলদার আলী প্রামাণিক (৪৮) ব্যাক্তিকে ১৪ ফেব্রুয়ারী মাদকের মামলায় জেলা কারাগারে আনা হয়। এছাড়াও ২০০৮ সালে তার নামে ৩২৩,৩২৫ এবং ৩৪ ধারায় মামলা হয়েছে বলে জানা যায়।