ঝিনাইদহে কিশোর হুসাইন হত্যা মামলার এজাহার ভুক্ত দুই আসামী হাবিবুর রহমান জিহাদী ও তার ভাই মেহেদী হাসানকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে গোপন সুত্রে খবর পেয়ে র্যাবের একটি দল ঝিনাইদহ শহরের আদর্শপাড়া থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব সুত্রে জানা গেছে, গত ৩ মার্চ (বৃহস্পতিবার) ঝিনাইদহ সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে ধর্মসভা শুনতে যায় পৌর এলাকার ইসলাম পাড়ার কিশোর হুসাইন ও তার দুই বন্ধু ফিরোজ এবং জুলফিক্কার। সভা এলাকায় ঘুরাঘুরি সময় হুসাইনের সঙ্গে সামান্য ধাক্কা লাগে জিহাদীর।
এ ঘটনা নিয়ে সামান্য তর্ক বিতর্কের এক পর্যায়ে জিহাদী তার কিশোর গ্যাংয়ের সদস্যদের ডেকে এনে এলোপাথাড়ী ছুরিকাঘাত করে তিন বন্ধুকে। আহত অবস্থায় হুসাইন, ফিরোজ ও জুলফিক্কারকে হাসপাতালে ভর্তি করা হলে ঘটনার দিন রাত ১১টার দিকে হুসাইন মারা যায়।
এ ঘটনায় হুসাইনের পিতা মনিরুল ইসলাম বাদী হয়ে ৪ মার্চ ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান আসামী জিহাদীসহ সবাই পলাতক ছিল। র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে ছায়া তদন্ত শুরু করে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।