Top
সর্বশেষ

সিরাজগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১০ মার্চ, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলংগা থানার ধোপাকান্দি গ্রামে অভিযান চালিয়ে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদস্যরা। তারা হলো, তাড়াশ উপজেলার গোয়াল গ্রামের হেলাল হোসেন (৫২) ও সোবাহান (২২)।

 

র‌্যাব-১২্#৩৯;র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধার দিকে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১৩৬ গ্রাম হেরোইন ও ২৯ পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল, নগদ ৪৭ হাজার টাকা ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শেয়ার