Top
সর্বশেষ

গাছের সাথে এ কেমন নিষ্ঠূরতা

১০ মার্চ, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ
গাছের সাথে এ কেমন নিষ্ঠূরতা
ভোলা প্রতিনিধি :

ভোলার দৌলতখানে একটি বাগানের প্রায় পাঁচ শতাধিক সুপারি গাছের চারা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মো. সাব্বির হোসেন নামে এক যুবকের সুপারি বাগানে এ ঘটনা ঘটে।
সাব্বির হোসেন দৌলতখান উপজেলা ৪ নং ওয়ার্ডের মৃত অজিউল্লাহ মিয়ার ছেলে।
বাগানের মালিক সাব্বির হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে তার বাগানের পাঁচ শতাধিক সুপারি গাছের চারা দুর্বৃত্তরা কেটে ফেলেন। আমাদের পরিবারের সাথে কারো কোন শত্রুতা নেই। কেন এমন নিষ্ঠুরতা করলো জানা নেই।
এ ঘটনায় বাগানের মালিক সাব্বির হোসেন অজ্ঞাত নামা ১০/১২ জনকে আসামী করে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
দৌলতখান থানা ওসি বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার