Top
সর্বশেষ

শেরপুরে ব্যাডমিন্টন প্রতিয়োগিতা ও পুরস্কার বিতরণ 

১০ মার্চ, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ
শেরপুরে ব্যাডমিন্টন প্রতিয়োগিতা ও পুরস্কার বিতরণ 
শেরপুর প্রতিনিধি :
শেরপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে  ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ মার্চ বুধবার জেলা ক্রীড়া সংস্থার ইনডোর স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত এ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি সদর ইউএনও মেহনাজ ফেরদৌস,জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বালক বিভাগে সরকারি ভিক্টোরিয়া একাডেমীর সুদীপ্ত ঘোষ এককে এবং উৎসব সাহা ও নিবির দে জুটি দ্বৈত চ্যাম্পিয়ন হয়। এছাড়া বালিকা বিভাগে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাফিয়া আক্তার সৃষ্টি এককে এবং তানজিন বিনতে তারেক তোপা ও তায়্যিবা তারান্নুম ঈশা জুটি চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত ও জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার ও অন্যান্য অতিথিরা পুরষ্কার বিতরণ করেন।

এ প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে একক ও দ্বৈত ইভেন্টে সদর উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার ২১ জন খেলোয়াড় অংশগ্রহ

শেয়ার