Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

নাইক্ষ্যংছড়িতে শুকরের হামলায় নিহত ১

১০ মার্চ, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
নাইক্ষ্যংছড়িতে শুকরের হামলায় নিহত ১
বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কূরিক্ষ্যং ঝিড়িতে শুকরের হামলায়  আবুল বশর (৪০) নামে  এক ঝাড়ু কাটুরিয়া নিহত হয়েছে।
গত বুধবার ( ৯ মার্চ) ন্ধ্যায় দোছড়ি ইউনিয়নের শুকরের ঝিরিতে ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয়রা। বৃহস্পতিবার(১০ মার্চ )সকালে নাইক্ষ্যংছড়ি সদর থানা ওসি টানটু সাহা তথ্যটি নিশ্চিত করেন।
নিহত আবুল বশর(৪০), সে রামুর কচ্ছপিয়ার দক্ষিন মৌলভী কাটার পাহাড়পাড়া গ্রামের মৃত ছিদ্দিক আহমদের পুত্র।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইউনুছ  জানান,স্থানীয় কয়েকজন লোকের সহায়তায় নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার কিছু  হরিণ শিকারী কূরিক্ষ্যং -ভাইচাত্রিপুরা পাড়ার মাইল দু’এক পূর্ব দিকের গহীন বনে শিকারের জাল বসান।
এভাবে  দুই হতে তিন দিন ধরে চেষ্টা করেও শিকারে বিফল হয়ে ফিরে আসার সময় শূকর ঝিরিতে নেমে পড়ে তারা ।  পরে সে জালে  হরিণ বদলে পড়ে বন্য শুকর।
অপর আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শিকারীরা বসানো জালে টার্গেটের হরিণগুলো ফাঁদে ফেলতে না পারলেও জালে আটকে যায় এক আস্তাবড় বন্য শূকর। যেটা দেখে শিকারীরা হতাশ হলেও পরে এ শুকরটি ধরে নিয়ে উপজাতিদের বিক্রি করবে ভেবে সেটিই আটকাতে চেষ্ঠাকালে উল্টো শুকরটিই হামলা করে আবুল বশরকে।  সে হামলায় তার শরীরে বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত অবস্থায়  ঘটনাস্থলেই মারা যায়।
 অপর দিকে নিহত বশরের স্ত্রী-কন্যাসহ পরিবারের সদস্যরা জানান, আবুল বশর একজন কাটুরিয়া। ক’দিন ধরে সে ফুল ঝাড়ু কাটতে যায় পাহাড়ে। পরে শুকরের হামলায় আহত হয়ে লাশ হয়ে ফিরে আসে বাড়িতে।
নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনর্চাজ টানটু সাহা বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে  ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে লাশটি সোপর্দ করা হবে।
শেয়ার