Top
সর্বশেষ

বরগুনায় বনভোজনে গিয়ে লাশ হয়ে ফিরল স্কুলছাত্র

১১ মার্চ, ২০২২ ১০:৩৯ পূর্বাহ্ণ
বরগুনায় বনভোজনে গিয়ে লাশ হয়ে ফিরল স্কুলছাত্র
খান মিরাজ, বরগুনা: :
বরগুনায় পাথরঘাটায় বনভোজনে গিয়ে নদীতে ডুবে ৭ম শ্রেনীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল (১০ মার্চ) দুপুরে পাথরঘাটার লালদিয়া চরে স্কুলের বার্ষিক বনভোজনে গিয়ে নিখোঁজ হয় ওই স্কুলছাত্র। পরে আজ শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্র সুর্য ঘোষ (১৩) বরগুনার পৌরসভার কলেজ রোড এলাকার পিযূষ ঘোষের ছেলে। তিনি সদরের সৃষ্টি বিজ্ঞান স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ মার্চ) ৬৫ জন শিক্ষার্থীকে নিয়ে বার্ষিক বনভোজন আয়োজন করে  বরগুনার সৃষ্টি বিজ্ঞান স্কুল এন্ড কলেজ।
সকালে লঞ্চে করে পাথরঘাটার হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন বলেশ্বর ও বিশখালী নদীর মোহনায় লালদিয়া সমুদ্র সৈকতে যায়। দুপুরের দিকে শিক্ষার্থীরা নদীতে গোসল করতে নামে।
এসময় সুর্য ঘোষও নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। শিক্ষকরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ফায়ার সার্ভিসকে নিয়ে উদ্ধার অভিযান চালায়। শুক্রবার (১১ মার্চ) সকালে মাছ ধরতে গিয়ে লালদিয়ার চর বিশখালী নদীতে সূর্য ঘোষের মরদেহ ভাসতে দেখে স্থানীয় দুই জেলে।
তারা মরদেহ উদ্ধার করে কিনারায় এনে পুলিশকে খবর দেয়।
স্থানীয় জেলে আলতাফ ও জামাল হেসেন জানান, সকালে বিশখালী নদীতে জাল টানছিলাম।  হঠাৎ একটু দূরে কিছু ভেসে থাকতে দেখে। আমারা কাছে গিয়ে দেখি মানুষের মরদেহ। পরে মরদেহটি উদ্ধার করে কিনারায় এনে পুলিশকে খবর দেই।
এ বিষয় পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, নিখোজ হওয়া স্কুলছাত্রের মরদেহ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শেয়ার