Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

ঘাষ কাটতে গিয়ে চুয়াডাঙ্গার মহিলার মৃত্যু

১১ মার্চ, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ
ঘাষ কাটতে গিয়ে চুয়াডাঙ্গার মহিলার মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার কুতুবপুর গ্রামে ভুট্টাক্ষেত থেকে রহিমা খাতুন (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১২ টার দিকে কুতুবপুর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রহিমা খাতুন ওই গ্রামের স্কুলপাড়ার মৃত আকাল আলীর মেয়ে।

 

পুলিশ ধারনা করছে, দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগছিলেন রহিমা খাতুন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। তবে স্থানীয়দের বরাত দিয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মালেকা খাতুন সাংবাদিকদের জানান, সকালে প্রতিবেশি এক নারীর সঙ্গে গবাদিপশুর জন্য মাঠে ঘাষ কাটতে যায় রহিমা খাতুন। প্রতিবেশি ওই নারী ফিরে আসলেও রহিমা খাতুন বাড়ি ফেরেনি। রাতেও বাড়িতে না ফিরলে শুরু হয় খোজাখুজি। পরে সকালে যেই মাঠে ঘাষ কাটতে গিয়েছিল ওই স্থানেই কাঁচি হাতে বসা অবস্থায় রহিমা খাতুনের মরদেহ দেখতে পাই গ্রামবাসি। পরে বিষয়টি পুলিশকে জানায় তারা।

তিনি আরও বলেন, স্বামীর মৃত্যুর পর দুই মেয়ের বিয়ে দিয়ে বাপের বাড়িতেই থাকতো রহিমা। সে ভালো এবং চরিত্রবান নারী ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া ভাসছে এলাকায়। এদিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেন

শেয়ার