নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।
শুক্রবার ভোরে খাসেরহাট বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোরে ফজরের নামাজ আদায় করতে এলে মুসল্লিরা বাজারে আগুন দেখতে পান। তাদের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। একটি চায়ের দোকানের কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছ বলে ধারণা স্থানীয়দের।
খাসের হাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা ছায়েদল হক জানান, অগ্নিকান্ডে মুদিদোকান একটি, কসমেটিক্স দোকান একটি, চা দোকান একটি, হার্ডওয়ার দোকান দুইটি, টিনের দোকান একটি ও একটি পান দোকান পুড়ে গেছে । সব মিলে কোটি টাকার উপরে ক্ষয় ক্ষতি হয়েছে।
হাতিয়া ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ হারুনুর রশিদ বলেন, আগুন লাগার পর কয়েকটি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে এই ক্ষয়ক্ষতি হয়েছে।