Top
সর্বশেষ

‘মুশকিল আসান কেন্দ্র’ খুলে ৩ বছরে কোটিপতি!

১১ মার্চ, ২০২২ ১:৩০ অপরাহ্ণ
‘মুশকিল আসান কেন্দ্র’ খুলে ৩ বছরে কোটিপতি!
নিজস্ব প্রতিবেদক :

সারোয়ার হোসেন, নিজেকে পরিচয় দিতেন ‘চিকিৎসক ও মাওলানা’ হিসেবে। বেশভূষায়ও অবিশ্বাসের সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে চালাতেন প্রচারণা। যেকোন ধরনের ‘মুশকিল আসান’ এর কথা বলে গেল তিন বছরে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। তবে শেষ রক্ষা হয়নি তাদের। সম্প্রতি এই চক্রের মূল হোতা ও দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ কোটবাড়ি বাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব বলছে, এ চক্রের মূল হোতা মো. সারোয়ার হোসেন (২৭)। তার সহযোগী দুই জন হলো মোহাম্মদ লাজু পারভেজ (২৭) ও আব্দুর রহমান (২৪)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি পাসপোর্ট, একটি চেক বই, সাতটি এটিএম কার্ড, একটি জাতীয় পরিচয়পত্র, একটি প্রেস আইডি কার্ড, একটি ল্যাপটপ, দুইটি কলার মাইক্রোফোন, একটি ক্যামেরা, তিনটি ক্যামেরা স্ট্যান্ড, সিসিটিভি ক্যামেরা, সাউন্ড সিস্টেম ও নগদ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব বলছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। প্রতারণার ফাঁদ তৈরির প্রথম ধাপ হিসেবে তারা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খোলে। পরবর্তী সময়ে ‘জ্বিন তাড়ানো’, ‘যাদুটোনা’, ‘ব্ল্যাকমেইল’, ‘বদনজর’, ‘কুফুরি কালাম’ ও ‘বান’ ইত্যাদির প্রভাবে মানুষের যে ক্ষতি হয় তার সমাধান করতে পারে বলে নিয়মিতভাবে প্রচার করতে থাকে। তাদের বিজ্ঞাপন দেখে আরোগ্য লাভের আশায় বিভিন্ন জায়গা থেকে হতদরিদ্র সাধারণ মানুষ এছাড়া শারীরিক ও মানসিকভাবে অসুস্থ নারী ও পুরুষ তাদের নিকট থেকে চিকিৎসা নিতে আসতেন। পরবর্তী সময়ে কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সারোয়ার র‌্যাবকে জানায়, তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। পেশাগত জীবনে গাজীপুর এলাকায় একটি পোশাক শ্রমিক হিসেবে কাজ করে আসছিল। সে কোনোদিন কোনও মাদ্রাসায় লেখাপড়া করেনি। এমনকি চিকিৎসাবিদ্যার ন্যূনতম প্রশিক্ষণও তার নেই। তারপরও সহযোগীদের সঙ্গে নিয়ে ২০১৯ সাল থেকে গাজীপুরের কাশিমপুর আস্ত লতিফপুর এলাকায় অসহায় নিরীহ মানুষদের সঙ্গে প্রতারণা শুরু করে। পরবর্তী সময়ে সাধারণ মানুষ তাদের প্রতারণার সম্পর্কে জানার আগেই অবস্থান পরিবর্তন করে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় এসে পুনরায় একইভাবে মানুষকে প্রতারিত করতে থাকে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, সম্প্রতি একটি চক্র ‘কাগজ হয়ে যাবে টাকা’ ও ‘অসুস্থ হলে সুস্থ করে দেবে জ্বিন’ এমন তথ্য প্রচার করে সাধারণ মানুষদের নানা কৌশলে প্রতারিত করে আসছিল। এছাড়া স্বল্পসময়ের স্বাবলম্বী করার প্রলোভন দেখিয়ে এবং রোগমুক্তির বিভিন্ন বিষয় অনলাইন মাধ্যমে প্রচারণার ফলে সাধারণ মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে প্রলোভনে পড়ে তাদের শরণাপন্ন হতো। এক পর্যায়ে অসংখ্য মানুষদের কাছ থেকে বিভিন্ন পরিমাণ টাকা প্রতারণার মাধ্যমে দাবি করতো। প্রলোভনে পড়ে অনেকেই তাদের দাবি অনুযায়ী টাকা বিভিন্ন মাধ্যমে কিংবা সরাসরি দেখা করে দিয়ে যেতো। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে।

এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়তে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, শুধুমাত্র প্রলোভনের কারণে অনেকেই হাজার হাজার, লাখ লাখ টাকা খুইয়েছেন। এতে প্রতারক চক্রগুলো তাদের প্রতারণার জাল ছড়াতে সক্ষম। কেউ কারও ভাগ্য ঠিক করে দিতে পারে না, এগুলো সবই প্রতারণা।

এসব বিষয় থেকে সাধারণ মানুষদের সচেতন থাকার পরামর্শ দেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

শেয়ার