Top
সর্বশেষ

মাগুরার শালিখা উপজেলা আ’লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্টিত

১১ মার্চ, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
মাগুরার শালিখা উপজেলা আ’লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্টিত

মাগুরা জেলার শালিখা উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক লীগের সম্মেলনে সভাপতি এ্যাডঃ রাম মোহন দে, সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের নামসহ ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা কৃষক লীগের সহ- সভাপতি হয়েছেন আব্দুর রাজ্জাক, আতিয়ার রহমান,লিটন হোসেন।যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কাদের,বুলবুল আহম্মেদ।সাংগঠনিক সম্পাদক মিলন শিকদার,আলমগীর গোসেন,বাবু বিশ্বাস।প্রচার সম্পাদক মনিরুল ইসলাম,দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক সৌমেন মন্ডল ,সেচ বিষয়ক সম্পাদক ফারুক হোসেন।

উপজেলা পরিষদ মিলোনায়তন কক্ষে উপজেলা কৃষক লীগের ত্রি -বার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. রামমোহন দে মন্ডল। উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত) অধ্যাপক নাজমুল ইসলাম পানু, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের বেসরকারি বিষয়ক সম্পাদক মিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা।

উদ্বোধন করেন এ্যাড.মাইনুল ইসলাম পলাশ আহবায়ক সম্মেলন প্রস্তুুতি কমিটি, উপজেলা চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন,সদস্য সচিব সম্মেলন প্রস্তুুতি কমিটি সাজ্জাদুল ইসলাম বিপু, উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড.শ্যামল কুমার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইলিয়াচুর রহমান, ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার,ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, ইউপি চেয়ারম্যান আরজ আলী,ইউপি চেয়ারম্যান বক্তিয়ার উদ্দীন,মাগুরা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ, কৃষক লীগ,সেচ্ছাসেবক লীগের, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দ।

শেয়ার