পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য এলাকায় শিক্ষার মান আরো উন্নতি করা হবে। বর্তমান সরকার আমলে শিক্ষা, বস্ত্র, মন্দির ইত্যাদি প্রসারের জন্য কাজ করে যাচ্ছে।
১১ মার্চ শুক্রবার সকালে পার্বত্য মন্ত্রী নিজ কার্যালয়ে বান্দরবান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ওই অনুষ্ঠানটির আয়োজনে প্রধান অতিথি থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এই কথা বলেন।
এ সময় অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন ভর্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং মুজিবশতবর্ষ উপলক্ষে বান্দরবান স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শৈলশশী নামে একটি ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করেন পার্বত্যমন্ত্রী।
পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আরো বলেন, বর্তমানে পার্বত্য এলাকার উন্নত শিক্ষার লক্ষ্যে বান্দরবানে ১১টি কলেজ ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। যাতে পাহাড়ের কোন শিক্ষার্থীর শিক্ষা আলো থেকে বঞ্চিত না হয়। আগামীতেও পার্বত্য এলাকায় আরও বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় নির্মাণ করে শিক্ষার হার বাড়াতে কাজ করবে সরকার।
অনুষ্ঠানে বান্দরবান পৌরমেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যা, রেড ক্রিসেন্টের সেক্রেটারি অমল কান্তি দাশ, পৌর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, চবি সহকারি অধ্যাপক কাজী তাসলিমা নাসরিন জেরিন, বান্দরবান স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পুলু মারমা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকসহ চবির নতুন ভর্তিপ্রাপ্ত শিক্ষার্থীর ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।