Top
সর্বশেষ

শেরপুরে গৃহবধূর আত্মহত্যা

১১ মার্চ, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ
শেরপুরে গৃহবধূর আত্মহত্যা
শেরপুর প্রতিনিধি  :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে রূপা আক্তার (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১১ মার্চ শুক্রবার সকাল ১০ঘটিকার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের ঢাকাইয়া মোড়ে গৃহবধূ রূপা আক্তারের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। রুপা আক্তার একই গ্রামের আব্দুল ওয়াহাবের মেয়ে এবং ১ কন্যার জননী।

স্থানীয়রা জানান, গত প্রায় ২ বছর আগে একই গ্রামের জৈমত আলীর ছেলে নূর শাহিন এর সাথে প্রেমের টানে বিয়ে হয় রুপা আক্তারের। বিয়ের পর থেকেই গৃহবধূ রূপার সাথে নানান বিষয় নিয়ে শ্বশুর,শাশুড়ী ও স্বামী নূর শাহিন এর পারিবারিক কলহ চলে আসছিলো।

ঘটনার দিন সকাল সাড়ে ৮ টার দিকে রুপা আক্তারের পালিত একটি ছাগল তার শাশুড়ী নূরেজার লাউ গাছ খেয়ে ফেলে। এ নিয়ে রুপার সাথে স্বামী নুর শাহিন ও শ্বশুর শাশুড়ির ঝগড়া হয়। এসবের জের ধরে সবার অগোচরে গলায় ফাঁস দিয়ে রুপা আত্মহত্যা করে। খবর পেয়ে ঝিনাইগাতী থানার ওসি তদন্ত সারোয়ার হোসেন সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করাসহ লাশ উদ্ধার করে শেরপুর মর্গে প্রেরণ করেন। পুলিশি উপস্থিতি টের পেয়ে রুপার স্বামী সহ শ্বশুর শাশুড়ি পালিয়ে যায়।

ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যা প্ররোচনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

শেয়ার