Top
সর্বশেষ

কেশবপুরে মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিদের নাগরিক সংবর্ধনা প্রদান

১১ মার্চ, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ
কেশবপুরে মুক্তিযোদ্ধা ও  জনপ্রতিনিধিদের নাগরিক সংবর্ধনা প্রদান
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরের সাগরদাঁড়িতে বীর মুক্তিযোদ্ধাসহ জনপ্রতিনিধিদের বৃহস্পতিবার রাতে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নাগরিক সমাজের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ ৪৭ জনকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা প্রদান শেষে মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, প্রভাষক কাজী মুজাহিদুল ইসলাম পান্না, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক প্রমুখ।

শেয়ার