Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

দ্রব্যমূল্যর উর্দ্ধগতির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

১৩ মার্চ, ২০২২ ৫:০৩ অপরাহ্ণ
দ্রব্যমূল্যর উর্দ্ধগতির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

সারাদেশে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির অভিযোগ এনে সরকার বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা যুবদল। রোববার (১৩মার্চ) সকালে নিউ কোর্টবিল্ডিং এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- বর্তমান সরকার ভোট চুরি করে সরকার গঠন করেছে। জনগণের আস্তা হারিয়েছে। এখন তেল ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে দ্রব্যমূলো বৃদ্ধি করে সাধারণ জনগণকে চরম বিপাকে ফেলেছে। মানুষ এ জুলুমবাজ অবৈধ সরকার থেকে বাঁচতে চাই।

এর আগে যুবদলের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউকোর্ট বিল্ডিং এলাকায় এসে সমাবেশে যোগদার করে।

জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিলের সভাপতিত্বে বক্তৃতা করেন- দলটির সিনিয়র সহ-সভাপতি নুর নবী, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, পৌর যুবদলের আহবায়ক সিরাজুল মোস্তফা, জাসাস রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ দলটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

শেয়ার