সারাদেশে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির অভিযোগ এনে সরকার বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা যুবদল। রোববার (১৩মার্চ) সকালে নিউ কোর্টবিল্ডিং এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- বর্তমান সরকার ভোট চুরি করে সরকার গঠন করেছে। জনগণের আস্তা হারিয়েছে। এখন তেল ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে দ্রব্যমূলো বৃদ্ধি করে সাধারণ জনগণকে চরম বিপাকে ফেলেছে। মানুষ এ জুলুমবাজ অবৈধ সরকার থেকে বাঁচতে চাই।
এর আগে যুবদলের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউকোর্ট বিল্ডিং এলাকায় এসে সমাবেশে যোগদার করে।
জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিলের সভাপতিত্বে বক্তৃতা করেন- দলটির সিনিয়র সহ-সভাপতি নুর নবী, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, পৌর যুবদলের আহবায়ক সিরাজুল মোস্তফা, জাসাস রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ দলটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।