Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

নোয়াখালীতে বাসের চাপায় বিক্রয়কর্মী নিহত

১৩ মার্চ, ২০২২ ৮:১২ অপরাহ্ণ
নোয়াখালীতে বাসের চাপায় বিক্রয়কর্মী নিহত
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহি উপকূল এক্সক্লুসিভ পরিবহনের একটি বাস চাপায় মোঃ ইউছুপ (৩৬) নামে এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন।

সে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাকিরপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বেকারির বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।

জানা যায়, রোববার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় বেগমগঞ্জ-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে মরদেহ উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগের আলোকে পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

 

শেয়ার