নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহি উপকূল এক্সক্লুসিভ পরিবহনের একটি বাস চাপায় মোঃ ইউছুপ (৩৬) নামে এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন।
সে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাকিরপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বেকারির বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।
জানা যায়, রোববার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় বেগমগঞ্জ-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে মরদেহ উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগের আলোকে পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।