Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

সন্দেহজনক আটক, পরে তল্লাশী করে ইয়াবা উদ্ধার

১৪ মার্চ, ২০২২ ১০:৩১ পূর্বাহ্ণ
সন্দেহজনক আটক, পরে তল্লাশী করে ইয়াবা উদ্ধার
উখিয়া প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে ২,০০০ পিস ইয়াবাসহ একজন আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। রোববার (১৩ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার জালিয়াপালং এলাকায় এ অভিযান চালানো হয় বলে র‌্যাব জানিয়েছে।

আটক ব্যাক্তি হলেন, টেকনাফ বৈদ্যঘোনার আবুল কাশেম মিস্ত্রির ছেলে মোঃ রাসেল (২০)।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সোনারপাড়া রিসোর্টের সামনে অভিযান চালিয়ে একজনকে সন্দেহজনক আটক করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে দেহ ও ডান হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ২ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

শেয়ার