কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে ২,০০০ পিস ইয়াবাসহ একজন আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। রোববার (১৩ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার জালিয়াপালং এলাকায় এ অভিযান চালানো হয় বলে র্যাব জানিয়েছে।
আটক ব্যাক্তি হলেন, টেকনাফ বৈদ্যঘোনার আবুল কাশেম মিস্ত্রির ছেলে মোঃ রাসেল (২০)।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সোনারপাড়া রিসোর্টের সামনে অভিযান চালিয়ে একজনকে সন্দেহজনক আটক করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে দেহ ও ডান হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ২ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।