Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৫ মার্চ, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ
প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
রায়পুর,লক্ষ্মীপুর প্রতিনিধি :

এবছর একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও প্রতিষ্ঠানের বার্ষিক ম্যাগাজিন “গুবাক তুরু”র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ।

১৫ মার্চ (মঙ্গলবার) রায়পুর উপজেলাধীন প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ (লক্ষ্মীপুর-২) অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া, সোনাপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিছমত।
আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ডা.কাজী নুরুল ফেরদৌস রবি, মিজানুর রহমান ভূঁইয়া এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল আমিনসহ ঐ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দিনব্যাপী চলা এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সাংসদ (লক্ষ্মীপুর ২) অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম ও সার্বিক বিষয়ের ভূয়সী প্রশংসা করেন।

শেয়ার