Top
সর্বশেষ

প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৫ মার্চ, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ
প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
রায়পুর,লক্ষ্মীপুর প্রতিনিধি :

এবছর একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও প্রতিষ্ঠানের বার্ষিক ম্যাগাজিন “গুবাক তুরু”র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ।

১৫ মার্চ (মঙ্গলবার) রায়পুর উপজেলাধীন প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ (লক্ষ্মীপুর-২) অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া, সোনাপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিছমত।
আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ডা.কাজী নুরুল ফেরদৌস রবি, মিজানুর রহমান ভূঁইয়া এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল আমিনসহ ঐ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দিনব্যাপী চলা এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সাংসদ (লক্ষ্মীপুর ২) অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম ও সার্বিক বিষয়ের ভূয়সী প্রশংসা করেন।

শেয়ার