Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

অধ্যক্ষের অশালীন আচরণে রাস্তায় শিক্ষার্থী

১৫ মার্চ, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
অধ্যক্ষের অশালীন আচরণে রাস্তায় শিক্ষার্থী
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে ১৫ মার্চ মঙ্গলবার সকাল ১১ টার দিকে শিক্ষার্থীরা ক্লাস বিরতি দিয়ে অধিকার আদায়ের লক্ষ্যে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে।

গত ২০২১ সালে শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে পোস্টার দেয়ালে সাঁটালে তৎকালীন অধ্যক্ষ সাঁটানো পোস্টার ছিড়ে ফেলে, এ নিয়েও বেশ কিছু দিন সামাজিক যোগাযোগ মাধ্যমেে সাধারণ শিক্ষার্থীরা লেখা লেখি ও করে। বর্তমান অধ্যক্ষ আবদুস সালাম শিক্ষার্থীদের পুলিশ দিয়ে ধরিয়ে দেয়ার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে।

কলেজের পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের, একাদশ শ্রেণীর ক্লাস চলমান থাকলে দ্বাদশ শ্রেণীর ক্লাস হয় না। নেই বিদ্যুৎ সুবিধা, এমটি জানিয়েছে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জারিন তাসনিম পৌষি।

কলেজ শিক্ষার্থী দ্বীপ অভিযোগ করে বলে, শ্রেণীকক্ষে লাইট ফ্যান বাথরুম নেই এবং পর্যাপ্ত ব্যান্চ নেই এতে আমাদের ক্লাস করতে অসুবিধা হয়। অধ্যক্ষকে অবহিত করলে শুধু আশ্বাস দিয়ে রাখে কিন্তু কোন কাজ হয় না।

এ বিষয়ে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) আবদুস সালাম বলেন, আমি সকাল থেকে ক্যাম্পাসে ছিলাম শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছে বলে আমার মনে হয় না। হয়তো ক্লাস রেখে কেউ রাস্তায় বসে ছবি তুলতে পরে এ বিষয়ে আমি অবগত নই।

শেয়ার