Top
সর্বশেষ

১১৩ কোটি টাকার তেল-চিনি কিনছে সরকার

৩০ অক্টোবর, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ
১১৩ কোটি টাকার তেল-চিনি কিনছে সরকার
নিজস্ব প্রতিবেদক :

রমজান মাসকে সামনে রেখে ১১৩ কোটি ৬৪ লাখ টাকার তেল ও চিনি কিনছে সরকার। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের মাঝে স্বল্পমূল্যে এসব পণ্য তুলে দেয়া হবে।

বুধবার (৩০ অক্টোবর) অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেয়া হয়েছে।

এসময় অর্থ উপদেষ্টা জানান, চাল-ডাল ছোলাসহ অত্যাবশ্যকীয় কোনো পণ্যের দাম বাড়তে দেয়া যাবে না, যাতে মানুষের কষ্ট হয়। রমজান সামনে রেখে ছোলা এবং তেল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এরপর খেজুরও আমদানি করা হবে।

বৈঠকসূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের মাঝে স্বল্পমূল্যে বিক্রির জন্য ৫ হাজার মেট্রিক টন চিনি ও ৩২ লাখ ৬০ হাজার লিটার সয়াবিন তেল সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১১৩ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার টাকা।

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫ হাজার মেট্রিক টন চিনি ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলে ২টি দরপ্রস্তাব জমা পড়ে। ২টি দরপ্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি থেকে সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই চিনি সরবরাহ করবে।

প্রতি কেজি ১২০.৯২ টাকা হিসেবে মোট ব্যয় হবে ৬০ কোটি ৪৬ লাখ টাকা। এই চিনি ২০২৫ সালের রমজান মাসে বিক্রয় করা হবে।

এছাড়া স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩২ লাখ ৬০ হাজার লিটার সয়াবিন তেল ক্রয়ের জন্য স্থানীয় প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে দরপ্রস্তাব চাওয়া হলে প্রতিষ্ঠানটি প্রতি লিটার সয়াবিন তেল ১৬৩.২৫ টাকায় দরপ্রস্তাব দাখিল করে।

দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি থেকে নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত প্রতিষ্ঠানের কাছ থেকে ৩২ লাখ ৬০ হাজার লিটার সয়াবিন তেল ক্রয়ে ব্যয় হবে ৫৩ কোটি ১৮ লাখ ৬৯ হাজার টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬৩.১৫ টাকা।

সভায় তেল-চিনি ছাড়াও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, ইউরিয়া সার ও ছোলা ক্রয়ের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বিএইচ

শেয়ার