কৃষক হত্যা দিবস উপলক্ষে জয়পুরহাটে শোক র্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এক শোক র্যালী শহর প্রদক্ষিন করে।
পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. ফিরোজা চৌধুরীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্যদেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ, সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জালাল সরকার, দপ্তর সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।