জামালপুরের মেলান্দহে ধর্ষণ ও আত্নহত্যার প্ররোচনা কারী তামিম আহমেদ স্বপনের ফাসি ও এর সাথে জড়িত সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১টায় পূর্ব শাহজাতপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার সামনে এসে উমির উদ্দিন পাইলট হাইস্কুলের শিক্ষার্থীরা ও নানা পেশার মানুষ একত্র হয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন।
মানববন্ধনে শহর যুবলীগের যুগ্ন সম্পাদক নাজমুল মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন আশা মনির পিতা আবু সাইদ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, যুবলীগের সভাপতি ইবরাহিম খলিলুল্লাহ,হালিম মোল্লা, ছাত্রলীগের সাঃ সম্পাদক খালেদ আল রহমান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন , মহিলা কাউন্সিলর আঞ্জুমনোয়ারা, আতিকুর রহমান বিশাল, ,মাসুদ রানা, পিয়াস মোল্লা, প্রমুখ।
এতে বক্তারা বলেন, এখন পর্যন্ত কেনো আসামীকে ফাসি দেয়া হলো না। তাকে যারা সাহায্য করেছে তারা কেন এখনো বাইরে ঘুরাঘুরি করছে। ধর্ষক স্বপনের দ্রুত ফাসির রায় কার্যকর করা হোক এবং সেদিনের ঘটনার সাথে আরো যারা জড়িত আছে বা সহযোগীতা করেছে তাদেরকেও অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাসহ গ্রামের হাজারো মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পক্ষ হতে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলামকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।