বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের প্রায় ২১ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীররা চরম দূর্ভোগের শিকার হন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, এ মহাসড়কের ফোরলেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলছে। এ চলমান কাজের কারণে মুলিবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার জুড়ে এ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত এ তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগের শিকার হয় যাত্রীরা। বিশেষ করে এ মহাসড়কের নলকা সেতুর পূর্ব, পশ্চিমপাড় ও মুলিবাড়িতে ফোরলেন কাজে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ যানজট নিরসনে দিনরাত কাজ করছে পুলিশ। পুলিশের দিক নির্দেশনায় এ যানজট কয়েক ঘন্টার মধ্যে হ্রাস পেয়েছে। তবে দুপুরের পর থেকে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে বলে তারা উল্লেখ করেন।