Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

সিরাজগঞ্জে যানজটের দূর্ভোগে শিকার যাত্রীরা

১৫ মার্চ, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে যানজটের দূর্ভোগে শিকার যাত্রীরা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের প্রায় ২১ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীররা চরম দূর্ভোগের শিকার হন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, এ মহাসড়কের ফোরলেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলছে। এ চলমান কাজের কারণে মুলিবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার জুড়ে এ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত এ তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগের শিকার হয় যাত্রীরা। বিশেষ করে এ মহাসড়কের নলকা সেতুর পূর্ব, পশ্চিমপাড় ও মুলিবাড়িতে ফোরলেন কাজে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ যানজট নিরসনে দিনরাত কাজ করছে পুলিশ। পুলিশের দিক নির্দেশনায় এ যানজট কয়েক ঘন্টার মধ্যে হ্রাস পেয়েছে। তবে দুপুরের পর থেকে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে বলে তারা উল্লেখ করেন।

শেয়ার