পূর্ববিরোধের জেরে যুবলীগ নেতার হাতে পাবনার সুজানগর পৌরসভার কর্মচারী আলামিন হোসেন (২৫) খুন হয়েছেন। এ ঘটনায় তার ভাই রজব আলী (৪০) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৪ মার্চ) দুপুরে পাবনার সুজানগর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলামিন সুজানগর পৌরসভার রাধানগর মহল্লার মৃত আব্দুস সাত্তার প্রামানিকের ছেলে। তিনি সুজানগর পৌরসভার টিকাদানকারী পদে চাকরি করতেন। আর অভিযুক্ত জুয়েল রানা সুজানগর পৌর যুবলীগের সভাপতি।
স্থানীয়রা জানান, দুপুরে পাবনা আদালত থেকে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন দুই ভাই আলামিন ও রজব। পথিমধ্যে সাদুল্লাপুর নামক স্থানে পৌছালে জুয়েল ও তার লোকজন তাদেরকে সিএনজি থেকে নামিয়ে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজন রজব আলীকে মূমুর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সহ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। কারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসী খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারেরর দাবিতে বিক্ষোভ করছেন।