Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

লেবানন থেকে ফিরলেন আরও ৩৬ বাংলাদেশি

৩০ অক্টোবর, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ
লেবানন থেকে ফিরলেন আরও ৩৬ বাংলাদেশি

লেবাননে চলমান প‌রি‌স্থি‌তির কারণে দেশ‌টি থেকে আরও ৩৬ বাংলাদে‌শি নাগ‌রিক দেশে ফিরেছেন। বুধবার (৩০ অক্টোবর) সৌদি এয়ারের একটি ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হয়। এ নি‌য়ে পাঁচ দফায় লেবানন থে‌কে দে‌শে ফিরেছেন ২১৬ জন।

ফিরতি ৩৬ নাগরিক ইমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে-৫৮৪ যোগে দেশে আসেন। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কর্মকর্তারা।

আইওএম-এর পক্ষ থেকে প্রত্যেক ফিরতি নাগরিককে হাতখরচ হিসেবে ৫ হাজার টাকা, খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, চলমান সংঘাতের মধ্যে লেবানন থেকে স্বেচ্ছায় ফিরে আসতে ইচ্ছুক সকল বাংলাদেশিকে রাষ্ট্রের খরচে দেশে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালানো হবে এবং যারা ফিরে আসতে চান না, তাদেরও নিরাপত্তা নিশ্চিত করবে। লেবাননে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এম জি

শেয়ার