Top
সর্বশেষ
আর বিদেশে বই ছাপানো হবে না: শিক্ষা উপদেষ্টা ২৯তম বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৬০০ এমপি প্রার্থীকে ঋণ খেলাপি মুক্ত দেখানো হয় ১৫ জানুয়ারির মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি সাদ্দাম নুরুল ইসলাম সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা আকিজের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪ মার্চ ফর ইউনিটি: শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭ অবৈধ অভিবাসী গ্রেফতার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু

ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি

২৯ ডিসেম্বর, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫৭২ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৩ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগে ২৬ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এম জি

শেয়ার