Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে ভালভাবে মরতে পারেনি–শেখ সেলিম

১৬ মার্চ, ২০২২ ১২:১৩ অপরাহ্ণ
বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে ভালভাবে মরতে পারেনি–শেখ সেলিম
গোপালগঞ্জ প্রতিনিধি :

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্বের অসাম্প্রদায়িক মানবতাবাদী নেতা। সেই নেতাকে আমারা হরিয়েছি। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা কেউ ভাল থাকেনি, ভালভাবে মরতে পারেনি।

গতকাল মঙ্গলবার বিকালে স্থানীয় ঈদগাহ ময়দানে গোপালগঞ্জ পৌরসভার ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আর যেন কোন অপশক্তি, স্বাধীনতা বিরোধীরা বাংলার মাটিতে ক্ষমতা দখল করতে না পারে সেজন্য মুক্তিকামী, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। এখন আমাদের শপথ করতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে। তাঁর আদর্শকে ধারণ করে আমরা ভোগের নয়, ত্যাগের রাজনীতি করবো। শেখ সেলিম আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মার্চ মাসে জন্মগ্রহন করেছিলেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আজও আমরা পাকিস্তানের গোলাম হয়ে থাকতাম আল্লাহতায়ালা ১৭ মার্চ বঙ্গবন্ধুকে বাঙালী জাতির মুক্তির জন্য পাঠিয়েছিলেন।

এর আগে তিনি গোপালগঞ্জ পৌরসভার ১২ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ২টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন। এসময় পৌর মেয়র কাজী লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফজলে নাঈম, আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলী খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার