Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস ভলকার টুর্কের

৩০ অক্টোবর, ২০২৪ ১২:০৭ অপরাহ্ণ
বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস ভলকার টুর্কের

বাংলাদেশে সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ভলকার তুর্ক।

বুধবার (৩০ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক হয়। এসময় তারা পরস্পর সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভলকার টুর্ক বলেন, আজকের বৈঠকে বেশি কিছু বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানবাধিকারবিষয়ক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়ছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে মানবাধিকারবিষয়ক হাইকমিশন।

আজ তিনি সেনাপ্রধান, বাণিজ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে দুই দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

এর আগে, সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে ঢাকায় পৌঁছান তিনি। টুর্ককে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান।

এএ

শেয়ার