Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

মুক্তিপণের টাকা না দেওয়ায় শিশুকে খুন,গ্রেপ্তার ২

১৬ মার্চ, ২০২২ ১:০৮ অপরাহ্ণ
মুক্তিপণের টাকা না দেওয়ায় শিশুকে খুন,গ্রেপ্তার ২
নড়াইল প্রতিনিধি :

নড়াইলে অপহরণকারীদের দাবিকৃত ১০ লাখ টাকা না দেওয়ায় শিশু আরাফাতকে হত্যা করা হয়েছে। নিহত শিশু বোড়ামার গ্রামের ওবাইদুর শিকদারের ছেলে ও পেড়লী দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

যে মোবাইল থেকে অপহারণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল,পুলিশ সেই নম্বর ট্র্যাকিং করে সোমবার রাতে অপহরণকারীদের সন্ধান পায়। তারপর পুলিশ তাদের দুজনকে আটক করে।আটককৃতরা হলেন বোড়ামারা গ্রামের তহিদ মোল্যার (পেশায় নড়াইল সরকারি টিটিসিতে পিওনের চাকরি করেন )ছেলে নাবিল মোল্যা (১৬) একই গ্রামের সাহিদুল মোল্যার (পেশায় একজন সাধারণ কৃষক)ছেলে মিলন মোল্যা (২১)। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের স্বীকারোক্তি মূলক জবানবন্দি নিয়ে মঙ্গলবার (১৫ মার্চ) পুলিশ বোড়ামারা গ্রামের শিকদারপাড়া বাঁশবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এই হত্যাকন্ডের ফলে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সেখানকার লোকজনের কাছে ছেলেটির বিষয়ে জানতে চাইলে খুবই ভদ্র ও শান্তসৃষ্ট বলে জানায়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শওকত কবীর বলেন, আমাদের সহযোগিতায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উদ্ধার কাজ পরিচালনা করে। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ অপহরণ ও মুক্তিপনের কথা আমাদেরকে নিশ্চিত করে বলেন হত্যাকারীরা ছেলেটিকে সুপরিকল্পিত ভাবে অপহরণ করে এবং মুক্তি পণের জন্য ১০,১২ লাক টাকা ছেলেটির পিতার কাছে দাবি করে। ছেলেটির বাবা টাকা দিতে অস্বীকার করে এবং থানায় একটা সাধারণ ডায়রি করেন। পরে হত্যাকারিরা ছেলেটিকে হত্যাকরে লাশ বাগানের মধ্যে লুকিয়ে রাখে।

উল্লেখ,পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় ওইদিনে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। যে ছেলেটির বাবা পেশায় একজন সাধারণ মুরগী ব্যবসায়ী। মাইজপাড়া সহ পুরো নড়াইলে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার