বুধবার বিকেলে প্রশিক্ষণার্থী শিক্ষকদের ওই সনদ দেওয়া হয়। প্রশিক্ষণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গণিত বিষয়কে সহজভাবে উপস্থাপন ও আনন্দে শেখানোর কৌশল শেখানো হয়েছে।
প্রশিক্ষার্থী শিক্ষকদের সনদ বিতরণ করেন উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক রবিউল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলার বড়েঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমিলা দেবনাথ ও চুয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ।
এ ব্যাপারে উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক রবিউল ইসলাম বলেন, উপজেলার ১৫৮ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করা ২১০ জন গণিত শিক্ষককে নিয়ে ৭টি ব্যাচে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখান থেকে ৬ দিনের প্রশিক্ষণ নেওয়া শিক্ষকদের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজভাবে ও আনন্দে গণিত শিখতে পারবে।