Top

সিকিউরিটি গার্ডের কাজ করবে মিনা

১৯ মার্চ, ২০২২ ২:৪০ অপরাহ্ণ
সিকিউরিটি গার্ডের কাজ করবে মিনা
জিহাদ হোসেন রাহাত , লক্ষীপুর :

প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। বর্তমানে সব ধরনের প্রযুক্তিতে ব্যাপকহারে বেড়েছে প্রোগ্রামিং এর ব্যবহার। রোবোটিক্সও নেই পিছিয়ে। প্রযুক্তিগত উৎকর্ষতার এই সময়ে প্রোগ্রামিং সংবলিত “মিনা” নামের সম্পুর্ন স্বয়ংক্রিয় একটি রোবট তৈরি করেছে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর তিন শিক্ষার্থী।

রোবটটি তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ১৬ হাজার টাকা। ব্যায়ের পুরো অংশ বহন করেছে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জয়দেব চন্দ্র সাহা, ও ইলেক্ট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান সোবহান শরীফ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

মিনা নামের এই রোবটটি আগে তৈরি হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকীতে আলোচনায় আসে। রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে এটি।

আলোচিত এই রোবট তৈরি করা তিন শিক্ষার্থীর নাম শান্তনু আচার্য,মেহেরাজ হোসেন সাগর ও ইয়াসিন আরাফাত হৃদয়।

প্রোগ্রামিং এর সমন্বয়ে তৈরি হওয়া এই রোবটটি প্রশ্ন করলে উত্তর দেওয়া,বাসা বাড়িতে আগুন লাগলে সাইরেন বাজানো ও সিকিউরিটি গার্ডের কাজ করতে পারদর্শী।

বাণিজ্য প্রতিদিনের করা এক প্রশ্নের জবাবে শিক্ষার্থী ইয়াসিন আরাফাত হৃদয় বলেন, আমাদের তৈরি করা এই রোবটটি নবীনদের অনুপ্রেরণা জোগাবে।

সরকারের তরফ থেকে যথাযথ নজরদারি ও পৃষ্ঠপোষকতা পেলে প্রোগ্রামিং এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা সংয়োজন করা সম্ভব হবে বলেও জানায় ঐ তিন শিক্ষার্থী।

শেয়ার