Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

যশোরে প্রতিদিন ১০ হাজার পরিবার পাবে টিসিবির পণ্য

২০ মার্চ, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ
যশোরে প্রতিদিন ১০ হাজার পরিবার পাবে  টিসিবির পণ্য
যশোর প্রতিনিধি :

আজ থেকে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী এক কোটি নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হচ্ছে। যশোরে প্রথম দফায় এক লাখ ৩৭ হাজার ৪৩৯টি পারিবারকে এই সুবিধা দেয়া হচ্ছে। প্রতিদিনই পাবে ১০ হাজারের বেশি পরিবার।

রবিবার (২০ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে যশোর উপশহর ইউনিয়নের বি-ব্লক বাজারে পণ্য বিক্রি কার্যক্রমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

উদ্বোধন অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন নির্ধারিত মূল্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম আজ আনুষ্ঠানিভাবে উদ্বোধন করা হলো। দুই দফায় যশোর জেলায় এক লাখ ৩৭ হাজার ৪৩৯ পরিবারের কাছে এই খাদ্যপণ্য বিক্রি করা হবে। আজ প্রথম দফার কার্যক্রম শুরু হলো। আর একবার রমজানের শুরুতে করা হবে। আজ প্রথম দিন যশোরের আট উপজেলার প্রায় ৩০ হাজার পরিবারের কাছে খাদ্যপণ্য বিক্রি করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন প্রমুখ।

এর আগে শনিবার দুপুরে যশোর কালেক্টরেট সভাকক্ষে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে, ২৫ ও ২৬ মার্চ জাতীয় দুটি দিবস বাদ রেখে আগামী ৩১ মার্চ পর্যন্ত এসব পণ্য বিক্রি করা হবে। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন যশোরের আট উপজেলার ৯৩টি ইউনিয়ন ও আটটি পৌরসভায় এক লাখ ৩৭ হাজার ৪৩৯টি পরিবারে কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে করোনাকালে প্রধানমন্ত্রীর দুই হাজার ৫০০ টাকা করে মানবিক সহায়তাপ্রাপ্ত ৪৫ হাজার ৬১৩টি পরিবার ও নতুন করে ৯১ হাজার ৮২৬টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব পরিবারের জন্য দুটি করে কার্ড তৈরি করা হয়েছে। একটি পরিবারের কাছে থাকবে, অপরটি থাকবে টিসিবি ডিলারের কাছে। যশোরে ৬৩ জন ডিলারের মাধ্যমে এসব পণ্য সরবরাহ করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয় প্রথম পর্বে একজন কার্ডধারী ১১০ টাকা দরে দুই লিটার বোতলজাত সয়াবিন তেল, ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মসুরের ডাল কিনতে পারবেন। যার প্যাকেজ মূল্য হবে ৪৬০ টাকা।রোজায় ৩ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে দ্বিতীয় পর্বে একজন কার্ডধারী ১১০ টাকা দরে দুই লিটার বোতলজাত সয়াবিন তেল, ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মসুরের ডাল ও ৫০ টাকা দরে দুই কেজি ছোলা কিনতে পারবেন। যার প্যাকেজ মূল্য হবে ৫৬০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রশাসন নির্ধারিত স্থানে পণ্য বিতরণ করবে। যদি কেউ অনুপস্থিত থাকেন তবে অনুপস্থিত সংখ্যার সমপরিমাণ পণ্য বিকাল ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একই দামে যেকোনো নাগরিক এনআইডি কার্ড দিয়ে কিনতে পারবেন। কেউ নির্ধারিত দিনে মিস করলে তার জন্য বিকল্প আর কোনো দিন বা সুযোগ থাকবে না। টিসিবি পণ্য সরবরাহ কার্যক্রমের সমন্বয়ক ও

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান জানান, চৌগাছায় উপজেলার ১১ ইউনিয়ন ও এক পৌরসভায় ১১ হাজার ৫৮১, বাঘারপাড়ার ৯ ইউনিয়ন ও এক পৌরসভায় ১১ হাজার ৮২০, অভয়গরের আট ইউনিয়ন ও এক পৌরসভায় ১২ হাজার ১৭২, শার্শার ১১ ইউনিয়ন ও এক পৌরসভায় ১৮ হাজার ৪৩৮, মণিরামপুরের ১৭ ইউনিয়ন ও এক পৌরসভায় ২১ হাজার ৬২৬, ঝিকরগাছার ১১ ইউনিয়ন ও এক পৌরসভায় ১৩ হাজার ২৫৫, কেশবপুরের ১১ ইউনিয়ন ও এক পৌরসভায় ১৪ হাজার ৪৪৫ এবং সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় ৩৪ হাজার ১০২টি পরিবার এ সহায়তা পাবে।

শেয়ার