Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

কুড়িগ্রামে টিসিবি’র পণ্য নিয়ে হুড়োহুড়ি

২০ মার্চ, ২০২২ ৬:২২ অপরাহ্ণ
কুড়িগ্রামে টিসিবি’র পণ্য নিয়ে হুড়োহুড়ি
শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম :

কুড়িগ্রামে টিসিবি পণ্য বিতরণে বিশৃংখলা সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পরেছে ফ্যামিলি কার্ডধারীরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা উদ্বোধন পর্বের পর চলে যাওয়ার সাথে সাথে শুরু হয় হুড়োহুড়ি। ধাক্কাধাক্তিতে নারী ও বয়স্করা অনুষ্ঠানস্থল থেকে সরে যান। এসময় ক্ষোভে ফেঁটে পরেন কার্ডধারীরা।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রবিবার (২০মার্চ) সকাল ১০টায় কুড়িগ্রাম পৌরসভাসহ জেলার ২২টি স্পটে পণ্য বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এসময় কুড়িগ্রাম পৌরসভায় কার্যক্রমের উদ্বোধন করতে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারি পরামর্শক গোলাম খোরশেদ, পৌর মেয়র কাজিউল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা। তারা কয়েকজনকে পণ্য বিতরণের পর চলে যান। এরপরেই শুরু হয় হট্টগোল।

পণ্য নিতে এসে ক্ষোভ প্রকাশ করে ২নং ওয়ার্ডের হামিদা জানান, ‘এভাবে দিলে তো মানুষের অবস্থা খারাপ হবে। তবে পণ্য পেয়ে খুশির অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।’

৭নং ওয়ার্ডের ভ্যানচালক ছামসুল জানান, ‘মারামারি করি মাল নিবো নাকি। কামলাও ফেলাবো মালও নিতে আসবো টাকা দিয়া। এইভাবে তো মাল নেয়া যাবে না।’

কুড়িগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিল রোস্তম আলী তোতা জানান, ‘ অব্যবস্থাপনার কারণে মানুষ মেয়র, কাউন্সিলরদের গালি দিয়ে যাচ্ছে। আমার ওয়ার্ডের ৪/৫জন লোক ক্ষোভে কার্ড ছিঁড়ে জানিয়েছে তারা এভাবে মাল নিবে না।’

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, বিষয়টি পৌর মেয়রকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছে। সবাইকে শান্তি শৃংখলাভাবে লাইনে দাঁড়িয়ে পণ্য নিতে হবে। দিনব্যাপী এ কার্যক্রম চলবে। এজন্য সকলকে ধৈর্য ধরে সহযোগিতা করা প্রয়োজন।

শেয়ার