Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

আয়কর সীমা চার লাখ করার প্রস্তাব চট্টগ্রাম চেম্বার সভাপতির

২০ মার্চ, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ
আয়কর সীমা চার লাখ করার প্রস্তাব চট্টগ্রাম চেম্বার সভাপতির
চট্টগ্রাম প্রতিনিধি :

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের আয়ের চেয়ে ব্যয় বাড়ছে। তাই আয়কর সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা বার্ষিক আয় নির্ধারণের প্রস্তাব দিয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। এছাড়া নারী ও ৬৫ বছরের ঊর্ধ্বের করদাতাদের সীমা সাড়ে ৪ লাখে উন্নীত করার প্রস্তাব দেন।

রোববার (২০ মার্চ) সকালে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ২০২২-২৩ অর্থ বছরের প্রাক বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে চেম্বার সভাপতি এসব প্রস্তাব উপস্থাপন করেন।

এ সভায় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের পক্ষে শুল্ক সংক্রান্ত ৮৪, ভ্যাট বিষয়ে ২২, আয়কর সংক্রান্ত ১০২টি প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় পাবলিকলি ট্রেডেড নয় এমন কোম্পানির কর হার আড়াই শতাংশ কমিয়ে সাড়ে ২৭ শতাংশ, পাবলিকলি ট্রেডেড কোম্পানির করহার ২০ শতাংশ নির্ধারণ, সারচার্জে নিট পরিসম্পদ ২ কোটি বাড়িয়ে ৫ কোটি টাকা পর্যন্ত শূন্য করার প্রস্তাব দেওয়া হয়।

এছাড়াও চেম্বার সভাপতি লৌহ ও লৌহজাত পণ্য সেক্টরে সরবরাহ পর্যায়ে উৎসে কর কর্তনের হার ২ শতাংশ থেকে ১ শতাংশে নামিয়ে আনার দাবিসহ আয়কর আইনের ৫৩ ধারা অনুযায়ী স্ক্র্যাপে কর হার টন প্রতি ৫শ টাকা থেকে কমিয়ে ১শ টাকায় হ্রাস করা ও চূড়ান্ত নিষ্পত্তি থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।

মাহবুবুল আলম বলেন, এলপি গ্যাস শিল্পে বিক্রি পর্যায়ে বিক্রিত মূল্যের ওপর আরোপিত ৭ শতাংশ হারে ভ্যাট বাদ দিয়ে এর পরিবর্তে আমদানি পর্যায়ে প্রতি কেজি ২ টাকা ট্যারিফ ভ্যাট প্রবর্তনের প্রস্তাব করছি।

চেম্বার সভাপতি ২০১৭-১৮ অর্থবছরের নিম্নস্তর মূল্য বিভাজন পদক্ষেপ অনুয়ায়ী দেশি ও বিদেশি সিগারেটের প্রতি শলাকায় দামের মধ্যে কমপক্ষে ১ টাকা পার্থক্য করে দাম নির্ধারণ বা পরের অর্থবছরের বাজেট অনুযায়ী নিম্নস্তর শুধু দেশি কোম্পানির জন্য সংরক্ষণের প্রস্তাব দেন।

চেম্বার সভাপতি মেডিক্যাল ডিভাইস অ্যান্ড সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস উৎপাদনকারী শিল্প বেগবান করতে উপকরণ আমদানি পর্যায়ে কাস্টমস ডিউটি ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেন।

তিনি ২ কোটি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত উল্লেখ করে দরিদ্র ও হতদরিদ্র রোগীদের জন্য বিদ্যমান হাসপাতাল ও ক্লিনিকে মানসম্মত ডায়ালাইসিস সেন্টার স্থাপনে বিশেষ বরাদ্দের দাবি জানান।

সারাদেশের শুল্ক স্টেশনে অভিন্ন শুল্কহার নির্ধারণের প্রস্তাব দেন সিঅ্যান্ডএফ এজেন্টের আলতাফ হোসেন বাচ্চু। এছাড়া নতুন নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানসহ অনলাইন ব্যবসায়ীদের জন্য নীতিমালার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা সুলতানা।

বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘এইচএস কোডের কারণে সমস্যায় পড়ছি। এটা সহজ করতে হবে। ৪ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষ পোশাক শিল্পের সঙ্গে জড়িত। তাই ব্যাকওয়ার্ড লিংকেজ, ইজি অব ডুয়িং বিজনেসকে শিল্পকে পৃষ্ঠপোষকতা দিতে হবে।’

অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ এনবিআর সদস্য মাসুদ সাদিক, বিজিএমইএ, চিটাগাং উইম্যান চেম্বার, সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি এবং কক্সবাজার, রাঙামাটি চেম্বারের সভাপতিসহ বৃহত্তর চট্টগ্রামের বড় শিল্প কারখানা ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার