Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

শাল্লায় ফসল রক্ষা বাঁধে বালু মিশ্রিত মাটি

২০ মার্চ, ২০২২ ৬:৪৬ অপরাহ্ণ
শাল্লায় ফসল রক্ষা বাঁধে বালু মিশ্রিত মাটি
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বরাম হাওরে ফসল রক্ষা বাঁধে নদীর বালু মিশ্রিত মাটি দিয়ে তৈরি করা হয়। যা বৃষ্টি হওয়ার সাথে সাথেই বাঁধ থেকে মাটি ধসে পড়ে যাবে। এতে করে অতিবৃষ্টিতে নদীর পানির চাপে সহজেই বাঁধ ভেঙ্গে যাওয়ার সম্ভবনা বেশি। এই অভিযোগ স্থানীয় কৃষকদের।

বিগত দু’দিন যাবত শাল্লা উপজেলার বিভিন্ন হাওর সরজমিনে পরিদর্শন করে ফসল রক্ষা বাঁধ বালু মিশ্রিত মাটি দিয়ে তৈরি করার এমন দৃশ্যই চোখে পড়ে। ছায়ার হাওর উপ-প্রকল্পের ১২০ নং পিআইসির সম্পূর্ণ বাঁধটি বালু মিশ্রিত মাটি দিয়ে তৈরি। ৩৩২ মিটার ফসলরক্ষা বাধে বরাদ্দ দেওয়া হয় ১৫ লক্ষ ১৭ হাজার টাকা। এই প্রকল্পের সভাপতি জয় কুমার দাস মুঠোফোনে বলেন আমাদের কমিটি নামেমাত্র। এই প্রকল্প আমাদের না এটা হচ্ছে শ্রীহাইল গ্রামের চাঁন মিয়ার। কতটাকা দিছেন এমন প্রশ্নের জবাবে জয় কুমার দাস বলেন কইতাম…নি, কিন্তু তিনি আর বলেন নি। ১১৯ নং পিআইসির ৬৭৪ মিটারে বাঁধে বরাদ্দ ১৭ লক্ষ ৪৬ হাজার টাকা, ১১৮ নং পিআইসির ৩২৭ মিটার বাঁধে বরাদ্দ ১৮ লক্ষ ৮৩ হাজার টাকা, ১১৭ নং পিআইসির ৭০৪ মিটার বাঁধে বরাদ্দ ১৯ লক্ষ ৫৩ হাজার টাকা, ১১৬ নং পিআইসির বাঁধে ৩৫৩ মিটার বরাদ্দ ১৮ লক্ষ ৮০ হাজার। পিআইসির সবগুলো বাঁধই বালু মিশ্রিত মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এবং এই পিআইসি গুলোতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ধনপুর ইউপির বিষ্ণুপুর গ্রামের স্থানীয় বাসিন্দা জয় গোপাল দাস বলেন নদীর পাড় কেটে এরা মাটি বান্ধে ফালাইছে। আমরা কইছি তোমরা ইখান থেকে মাটি নিওনা আমরার বাড়ি ঘর ভাইঙ্গা যাইবগা এই কথা কইলে পিআইসির মাইনষে কয় এইটা সরকারী জাগা তোমরা নিষেধ দেওয়ার কেলা।

অন্যদিকে বরাম হাওড় উপ-প্রকল্পের ১৬ ও ১৮ নং পিআইসির বাঁধও বালু মিশ্রিত মাটি দিয়ে তৈরি। ১৬ নং পিআইসির সদস্য সচিব রঞ্জিত দাস মুঠোফোনে বলেন বাঁধের মাটিগুলো আনা হয়েছে গাং (নদী) থেকে। কিন্তু ঐ বাঁধে কোথাও দূর্বাঘাস লাগানো হয় নি। তিনি আরও বলেন আগের মাটিই ছিল সামন্য, কিছু মাটি ফালাইছি। এইদারের সব বান্ধই আগের মাটি আছিল। ১৮ নং পিআইসির সভাপতি সোনা কান্ত দাস মুঠোফোনে বলেন আমরা এখন ২য় বিলই পাইছি না, কিছু মাটি নদী থেকে আনছি। ১৬ ও ১৮ নং পিআইসির বাঁধে দূর্বাঘাসও লাগানো হয় নি। এই বাঁধগুলোতেও প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল কাইয়ুম মুঠোফোনে বলেন, কিছু বালি মিশ্রিত মাটি আছে, তবে এদেরকে খুব প্রেসারে রাখছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব মুঠোফোনে বলেন, ছায়ার হাওরের এইসব বাঁধগুলোতে সরেজমিনে পরিদর্শন যাবেন বলে জানান তিনি।

শেয়ার