ফিলিং স্টেশন কর্তৃপক্ষ, স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের কানসাট কলাবাড়ি এলাকার সাদ এলপিজি ফিলিং স্টেশনের স্টোর রুমে থাকা বড় সিলিন্ডারে হঠাৎ লিকেজ দেখা যায়। এসময় সিলিন্ডার লিকেজ হলে স্টোর রুমসহ আশেপাশে গ্যাস ছড়িয়ে পড়ে। পরে শিবগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফিলিং স্টেশনের সিলিন্ডার লিকেজে ৩ হাজার লিটার গ্যাস বেরিয়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সাদ এলপিজি ফিলিং স্টেশনের মালিক ইশতিয়াক চৌধুরী। তিনি বলেন, হঠাৎ করেই এমন লিকেজের ঘটনা ঘটেছে। এতে সকলেই আতঙ্কিত হয়ে পড়ে সবাই। তবে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল আজিম জানান, দেড় ঘন্টা ধরে স্টোর রুম থেকে গ্যাস বেরিয়েছে। গ্যাস এখানকার বাতাসে মিসে গেছে। তাই স্বাভাবিকভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরেও আমাদের মাঝে আতঙ্ক কাজ করছে। লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি গ্যাস মূলত দাহ্য হাইড্রোকার্বন গ্যাসের মিশ্রণ। তাই ফিলিং স্টেশনের আশেপাশে যেকোন দাহ্য পদার্থ নিয়ে ভয় কাজ করছে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী শেখ মুঠোফোনে বলেন, স্থানীয়দের দেয়া খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। পরে অনবরত প্রায় দেড় ঘন্টা পানি দিয়ে গ্যাসের লিকেজ নিয়ন্ত্রণে কাজ করে। তবে এলপিজি গ্যাসের কারনে স্টোর রুমের সিলিন্ডার ঠান্ডায় জমে যাওয়ায় সেখানে প্রবেশ করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।
এই মূহুর্তে লিকেজের সুনির্দিষ্ট কারন জানা যায়নি জানিয়ে তিনি আরও বলেন, পানি দিয়ে গ্যাস নিয়ন্ত্রণের সময় আশেপাশের পরিবেশের প্রতি কড়া নজর রাখে ফায়ার সার্ভিসের কর্মীরা। কারন যেকোন দাহ্য পদার্থের সংস্পর্শে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারত। পরে স্টোর রুমের এলপিজি গ্যাস সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এখন স্টেশন এলাকায় কোন হুমকি বা আশঙ্কা নেই বলে জানান তিনি।