Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

প্রতিবন্ধী নারীকে হত্যা, মুলহোতা গ্রেপ্তার

২০ মার্চ, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ
প্রতিবন্ধী নারীকে হত্যা, মুলহোতা গ্রেপ্তার
নওগাঁ প্রতিনিধি :

প্রতিবন্ধী এক নারীকে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মরদেহ উদ্ধার করেছে নওগাঁ জেলা পুলিশ। একই সাথে হত্যাকান্ডের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মাহাবুবুল আলম বিস্কুট (৪৫)। তিনি রানীনগর উপজেলার ভবানীপুর গ্রামের আয়নুল হকের ছেলে। নিহত ওই প্রতিবন্ধী নারীর নাম লাভলী খাতুন (৩১)। সে রাণীনগর উপেজেলার ভবানীপুর গ্রামের কফিল উদ্দিনের মেয়ে।

রোববার দুপুরে নওগাঁর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া। এর আগে গত শনিবার বিকেলে
নওগাঁর রাণীনগর থানা পুলিশ, ডিবি পুলিশ ও ঢাকা জেলার আশুলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে জিরাবো পশ্চিম পাড়া বায়তুন জামে মসজিদ এলাকায় থেকে
মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ওই প্রতিবন্ধী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ১৬ ফেব্রুয়ারি সকালে নওগাঁর রাণীনগর উপজেলার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী লাভলী খাতুন (৩১) বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ নেন। চারদিনেও লাভলী খাতুনের খোঁজ না পেয়ে গত ২০ ফেব্রুয়ারি রাণীনগর থানায় সাধারণ ডায়েরি করে তার বড় ভাই। এরপর তদন্তে নামে পুলিশ। এক পর্যায়ে উপজেলার ভবাণীপুর গ্রামের বাসিন্দা আব্দুল লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। তার স্বীকারোক্তিতে একই গ্রামের হত্যাকান্ডের মূলহোতা মাহবুবুল আলমকে পুলিশ নাটোর জেলার হালতি-খোলাবাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে গত শনিবার বিকেলে ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকা থেকে লাভলী খাতুনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
আবদুল মান্নান মিয়া বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহাবুবুল আলম জানায় লাভলী খাতুনের সাথে তাঁর দীর্ঘদিনের পরকিয়া প্রেম ছিল। এছাড়া
তিনি লাভলী খাতুনের কাছে বেশকিছু টাকা ধার করেছিল। এক পর্যায়ে সে ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য ঢাকায় চলে যায়। এরপর মাহাবুব আলম সেখান থেকেই লাভলী খাতুনের সাথে যোগাযোগ করত। কিছুদিন পর লাভলী খাতুন তার পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য এবং তাকে বিয়ের জন্য চাপ দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে লাভলীকে অপহরণ করে হত্যার পরিকল্পনা করে মাহাবুব আলম। পরিকল্পনা মোতাবেক ফেব্রুয়ারির ১৫ তারিখে কৌশলে বিয়ের মিথ্যা প্রলোভন দিয়ে তাকে অপহরণ করে ঢাকায় নিয়ে যায় মাহাবুব। সেখানে যাওয়ার পর আসামী মাহবুবুল আলমসহ কয়েকজন মিলে লাভলীকে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ বস্তাবন্দি করে মাটির নিচে গর্তে পুঁতে রাখে।

এ ঘটনায় মাহবুবুল আলমকে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি জবানবন্দির জন্য হাজির করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এ হত্যাকান্ডের সাথে জড়িত অন্যদের গ্রেপ্তার করতে পুলিশের একাদিক টিম মাঠ পর্যায়ে কাজ করছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান, নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, ডিএসবির সহকারী পুলিশ সুপার (এএসপি) সুরাইয়া খাতুন, রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকদন্দসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শেয়ার