নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় চুরি করতে আসা এক যুবকের হাতে হেকমত আলী (৬৫) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। লাঠি দিয়ে মাথায় আঘাত ও গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা এমনটি ধারণা করছেন স্থানীয়রা।
গতকাল রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা চুরির করতে এসে লাঠি দিয়ে আঘাত করেছেন যুবক। অভিযুক্ত মাসুদ মিয়া (২০) উপজেলার চকলেংগুরা এলাকার জালাল উদ্দিনের ছেলে।
নিহত হেকমত আলী উপজেলার সদর ইউনিয়নের মধ্যম বাগান এলাকার মৃত মেহের আলীর ছেলে। তিনি মুদি দোকানি ও ডিজেল ব্যবসায়ী ছিলেন। স্থানীয় ইউপি সদস্য হযরত আলী জানান, নিহত হেকমত আলী সারা দিন ব্যবসা পরিচালনা করে রাতে দোকানেই থাকতেন এবং রাতে কেউ ডিজেল কিনতে আসলে তা বিক্রি করতেন।
তিনি বলেন, জানতে পেরেছি মধ্যরাতে শাহীন তার ভেকুর জন্য ডিজেল কিনতে আসলে দোকানের দরজায় কড়া নাড়েন। সাড়াশব্দ না পেয়ে শাহীন দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই মাসুদ তাকেও আঘাত করে পালিয়ে যায়। শাহীনের ডাক-চিৎকারে স্থানীয়রা হেকমত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যুবলীগ নেতা সাদেকুল ইসলাম জানান, রাত দুইটার দিকে নিহতের ছেলে মাহবুব জানায় মাসুদ নামে এক ছেলে দোকানে ঢুকে তার বাবাকে মেরে ফেলেছে। মাসুদ দোকানে এসে হয়তোবা টাকা-পয়সা লুট করতে চেয়েছিল।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি করতে এসে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। মামলা দায়ের প্রক্রিয়াধীন। অভিযুক্ত মাসুদকে ধরতে পুলিশ চেষ্টা করছে।