হাসপাতালে অগ্নিকান্ডসহ যেকোনো দুর্ঘটনায় পাঁচতলার এই হাসপাতাল ভবনে আটকে পড়া রোগী ও তাদের স্বজন দ্রুত বহির্গমন সিঁড়ি ব্যবহার করে জানমালের ক্ষতি থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। রংপুর গণপূর্ত অধিদপ্তর প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে রমেক হাসপাতাল ভবনে তিনটি জরুরী বহির্গমন সিঁড়ির নির্মাণকাজ শুরু করেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বছরের ২০ ডিসেম্বর হাসপাতালের তৃতীয় তলার ৭নং ওয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনায় সেখানকার বেশকিছু মালামাল ভস্মীভূত হয়। এসময় হুড়োহুড়ি নিচে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়। ২২ জানুয়ারি আবারো হাসপাতালের নিচ তলার প্রশাসনিক ভবনসংলগ্ন বিদ্যুতের প্রধান সঞ্চালন বোর্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আসায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় হাসপাতাল কর্তৃৃপক্ষ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী জানান, প্রতি বছরই হাসপাতালে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগছে। যা হাসপাতালে স্বাভাবিক ঘটনা। তারা জানান পুরোন জারাজীর্ণ তার থেকে এসব ঘটনা ঘটছে। আগুন লাগলে সিড়ি দিয়ে আতঙ্কিত মানুষ দ্রুত নামতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন।
নির্মিতব্য জরুরি বহির্গমন সিঁড়ি সম্পর্কে তারা বলেন, সিঁড়ির প্রবেশপথ সবসময় চালু না রাখলেও আবার বন্ধ রাখা ঠিক হবে না । জরুরি বহির্গমন ব্যবস্থা থাকবে সেখানে ২৪ ঘণ্টা শিফট করে পরিচালনার দায়িত্ব অর্পণ করতে হবে।
হাসপাতাল চত্বরে অবস্থিত গণপূর্ত উপবিভাগ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী সাকিউজ্জামান জানান, ২০২০-২১ অর্থবছরের শেষের দিকে তিনটি জরুরি বহির্গমন সিঁড়ি নির্মাণে দায়িত্ব পেয়েছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান নর্দান টেকনো ট্রেড।
রংপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খন্দকার জানান, তিনটি জরুরি বহির্গমন সিঁড়ির মধ্যে হাসপাতাল ভবনের সামনের দিকে দুটি এবং পেছনে একটির অবস্থান। সংস্কারসহ সিঁড়ি নির্মাণে ব্যয় হবে ১ কোটি ৬০ লাখ টাকা। আশা করি, চলতি বছরের জুনের মধ্যে কাজ সম্পন্ন হবে।
হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত দুর্ঘটনায় রোগী ও তাদের স্বজনদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছিল।
তাই জরুরি বহির্গমন সিঁড়ি নির্মাণ হলে দূর্ঘটনা ঘটনা রোধ হবে। ৬৫ একর জমিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্থর করা হয় ১৯৬৬ সালে। ১৯৭৬ সালের ১৯ মার্চ তৎকালীন সরকারের স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা জাতীয়স অধ্যাপক মরহুম ডা. ইব্রাহিম এ হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । পাঁচতলাবিশিষ্ট এক হাজার শয্যার হাসপাতালের ৪২টি ওয়ার্ড ও ৪৪টি কেবিনে প্রতিদিন দুই হাজারের মতো রোগী থাকে।