Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস

২১ মার্চ, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ
বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস
বান্দরবান প্রতিনিধি :

বন সরক্ষণের অঙ্গিকার, টেকসই উৎপাদন ও ব্যবহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস ও আলোচনা সভা।

২১ মার্চ সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বান্দরবান বন বিভাগ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

অনুষ্ঠানে শুরুতে আগত প্রধান অতিথি ও অতিথিবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বন বিভাগ সম্পর্কে প্রদর্শনী করানো হয়।

আলোচনা সভায় পাল্পউড ষ্টেশনের বিভাগীয় বন কর্মকর্তা উপ- বন সরক্ষক মো. মাহদুল হাসান সভাপতিত্বে বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা উপ- বন সরক্ষক হক মাহবুব মোরশেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তী, এন এসআই যুগ্ন পরিচালক মো. মিজানুর রহমান, অরন্যক ফাউন্ডেশন পোগ্রাম অফিসার জাহিদ হাসান, ইউএনডিপি কো- অর্ডিনেটর তারিক আকবরসহ শিক্ষার্থীর ও বন বিভাগের কর্মকর্তাগণসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যদিকে রোয়াংছড়িতে বন দিবসে পাহাড়ে বন সংরক্ষণ জন্য শিক্ষনীয় নাটক ঙা অং ঙা আসই ( আমার বন আমার জীবন) নাটকীয় মাধ্যমে বন রক্ষার্থের তুলে ধরেন আরণ্যক ফাউন্ডেশন ও তহজিংডং সংস্থা।

২১ মার্চ সোমবার সকালে রোয়াংছড়ি বৌদ্ধ বিহার সামনে আরণ্যক ফাউন্ডেশন ও তহজিংডং সংস্থা আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহী অনুপন।

দিবসটি উপলক্ষে মারমাদের ঐতিহ্যবাহী তবলা নিয়ে শুরু হয় স্থানীয় মারমা ভাষায় শিল্পীদের নাটক। সেই নাটকের তুলে ধরা হয় পার্বত্য এলাকায় বন উজার, পাথর উত্তোলনেসহ ঝিড়ি ঝর্ণাতে শুকিয়ে যাওয়ার অথৈই পানি। পার্বত্য এলাকায় কিছু অসাধু চক্র কারণের পানি সংকট ও প্রাকৃতিক বৈচিত্র‍্যময় ধ্বংসের মুল কারণ তুলে ধরেন রোয়াংছড়ি নাট্যকারীরা। নাটকের মধ্যে পাহাড়ের বসবাসরত আদিবাসীদের সচেতন ও বন ও পরিবেশ রক্ষার করার জন্য শিক্ষনীয় তুলে ধরা হয়।

এসময় কমিউনিটি পার্টনারশীপ টু স্ট্রেনদেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট পোগ্রান ( কম্পাস) ইউএস ফরেষ্ট সার্ভিস সহযোগীতায় ও ইউএসএয়াইডি অর্থায়নে আন্তর্জাতিক বন দিবসের উপলক্ষে স্থানীয় শিল্পীরা নাটকের অংশগ্রহন করেন।

এইদিকে আয়োজকরা জানান, এ কর্মসূচির আওতায় কমিউনিটির উদ্যোগে আগামী তিন বছরে রোয়াংছড়ির ১০০০ হেক্টর অবক্ষয়িত বনাঞ্চলের বন পুনরুদ্ধারের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে এলাকার বন, বন্যপ্রাণীসহ প্রতিবেশ সেবা ফিরে আসবে বলে আশা করছেন আরণ্যক ফাউন্ডেশন ও তহজিংডং সংস্থা কর্মীরা।

অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আথুই মং মারমা, সদর ইউনিয়নের চেয়ারম্যান মেহ্লা অং মারমা, ৩৪৯নং ঘেরাও মৌজা হেডম্যান
শৈসা অং মারমা, অরন্যক প্রকল্প ব্যবস্থাপক নিখিলেশ চাকমা, পোগ্রামার অফিসার মো. জাহিদ হাসান, তহজিংডং ফিল্ড ফেসিলিটেটর মংহলাছি, মংশৈচিং মারমা, থুইমং প্রু মারমা,ইয়ুথ কনজার্বেশন ক্রপস কো. অর্ডিনেটর হ্লাথুই প্রু মারমসহ বেসরকারী সংস্থা কর্মকর্তা ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

শেয়ার