Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

কৃষকের পোড়া ঘর মেরামতে জেলা প্রশাসকের সহায়তা

২১ মার্চ, ২০২২ ৮:৫৮ অপরাহ্ণ
কৃষকের পোড়া ঘর মেরামতে জেলা প্রশাসকের সহায়তা
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের হতদরিদ্র কৃষকের সেই অগুণে পুড়ে যাওয়া বসতঘর মেরামতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। অগ্নিকান্ডে ভস্মীভূত বসতঘর মেরামত করার জন্য কৃষক ছবুর আলী সরদারকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে।

২১ মার্চ সোমবার দুপুরে তার হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

বসতঘর মেরামত অর্থ সহায়তা পেয়ে আনন্দিত কৃষক সবুর আলী চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তথা সরকারকে প্রাণভরে দোয়া করেন।

উল্লেখ : গত ২৮ ফেব্রুয়ারি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন চরবাকিলা গ্রামের
সরদার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই বাড়ির ছবুর আলী সরদারের একমাত্র বসত ঘরটি আগুণে পুড়ে যায়। এরপর থেকে তিনি আগ্নিকাণ্ডের দগ্ধতা নিয়ে দাঁড়িয়ে থাকা ঘরে ঝুঁকিপূর্ণভাবে মানবেতর জীবন-যাপন করছিলেন।

দৈনিক চাঁদপুর সময় পত্রিকা ও অনলাইনে এ সক্রান্ত একটি সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নজরে এলে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এই প্রতিবেদকের মাধ্যমে অসহায় কৃষককে দেখা করাতে বলেন। পরবর্তীতে তিনি অসহায় কৃষকের আবেদনের প্রেক্ষিতে তাকে অর্থ সহায়তার আশ্বাস দেন। সে আশ্বাসের সূত্র ধরেই যাচাই-বাছাই শেষে সরকারি কোষাগার থেকে বসতঘর মেরামতের জন্য তাকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়।

শেয়ার