Top
সর্বশেষ

রংপুরে অবকাঠামো নির্মাণ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন বিভাগ

২২ মার্চ, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
রংপুরে অবকাঠামো নির্মাণ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন বিভাগ
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন বিভাগ (এলজিইডি) রংপুরের ৮ উপজেলায় ব্যাপক ভূমিকা পালন করেছে। ২০১০ থেকে চলতি ২০২২ বছর পর্যন্ত রংপুর জেলায় ১ হাজার ৯ শত ২৬ কোটি টাকার বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন বিভাগ (এলজিইডি) রংপুর অফিস সূত্রে জানা গেছে ২০১০ সাল থেকে চলতি বছরের ফেব্রুয়ারী পর্যন্ত রংপুরসদর, কাউনিয়া,মিঠাপুকুর,গংগাচড়া,পীরগছা,পীরগঞ্জ,তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলায় ৭ শত ৪৬ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৪ শত ৯২ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ করেছেন।

১ শত ৮৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন ২ হাজার ৩ শত ১০ মিটার সেতু ( প্রতিটি সেতু শত মিটারের উপরে)। ছোট সেতু ও কালভার্ট নির্মাণ করেছে ৩ হাজার ২ শত ৬৫ মিটার। এর নির্মাণ ব্যয় হয়েছে ১ শত ৬৩ কোটি ২৫ লখ টাকা।

১৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে জেলার ৪টি উপজেলায় নির্মাণ করা হয়েছে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন। ১০ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে জেলার ৮টি উপজেলায় নির্মাণ করা হয়েছে ৪০টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। ৪৪টি হাটবাজার উন্নয়ন ও গ্রোথ সেন্টার নির্মাণে ব্যয় করা হয়েছে ১১ কেটি টাকা।

রংপুর সদর, গংগাচড়া,তারাগঞ্জ,কাউনিয়া, পীরগাছা,মিঠাপুকুর, বদরগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় ৭ শত ৫৫টি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা অবকাঠানো নির্মাণে ব্যয় করা হয়েছে ৩ শত ৭৭ কোটি ৫০ লাখ টাকা।

গ্রামীন অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন বিভাগ (এলজিইডি) বিভাগ কৃষকদেও ফসল উৎপাদনে বিভিন্ন ভাবে তাদেও সহযোগীতা করে আসছে। এতে করে কৃষকেরা লাভোবানও হচ্ছেন।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন বিভাগ (এলজিইডি) সিনিয়র সহকারী প্রকৌশলী বাদশা আলমগীর জানান, রংপুর জেলায় প্রচুর পরিমানে ধানসহ বিভিন্ন সবজি উৎপাদন হয়। এই কথা চিন্তা করে আমরা জেলার ৮ উপজেলায় কৃষদের সল্পমূল্যে সেচ সুবিধা দেওয়ার লক্ষ্যে ১০ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ১২ হাজার ৯ শত হেক্টর সেচ বুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে।

এছাড়াও ১৩টি সুইচ গেট, রাবারড্যাম ও রেগুলেটর নির্মান করা হয়েছে। যা নির্মাণ করতে ব্যয় হয়েছে ৬ কোটি ৫০ লাখ টাকা। এছাড়াও ৬ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৭২ কিলোমিটার খাল খনন ও ৪ কোটি টাকা ব্যয়ে ৩৫ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে।

তিনি জানান, সরকারের নির্দেশে এলজিইডি পক্ষ থেকে জেলার ৮টি উপজেলায় ১৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ২৩টি বাসভবন নির্মাণ করা হয়েছে। ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে জেলার ৮ উপজেলায় ১৬টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হয়েছে।

প্রকৃতিক দূর্যোগসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্থ ১ হাজার ৪৪ কিলোমিটার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় করা হয়েছে ২ শত ৬১ কোটি টাকা। এছাড়াও ২০২১-২২ অর্থ বছরে ১ শত ২০ কিলোমিটার নতুন সড়ক ৮ শত ৪১ মিটার ব্রীজ ৮টি হাটবাজার, ২ শত কিলোমিটার সড়ক মেরামতসহ চলমান রয়েছে ২ শত ২০ কোটি টাকার উন্নয়ন মূলক কাজ বলে জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন বিভাগ (এলজিইডি) এই সিনিয়র সহকারী প্রকৌশলী।

 

শেয়ার